ইউক্রেনের চিত্র অত্যন্ত ভয়াবহ হতে চলেছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনের চিত্র খুব ভয়াবহ হতে চলেছে। এই সপ্তাহান্তে আমি অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য (মিউনিখ নিরাপত্তা সম্মেলন) সফরে যাবো। পশ্চিমা দুনিয়া ঐক্যবদ্ধ। উত্তেজনা প্রশমন এবং সংলাপই সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ।
দেশটিতে রুশ আগ্রাসনের জোড়ালো গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক টুইটার বার্তায় তিনি এসব কথা বলেন।
এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, কোনও সতর্কতা ছাড়াই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত বলেছেন, রাশিয়া ইতোপূর্বে মিথ্যাচার করেছে এবং সেটি অব্যাহত রেখেছে। ফলে দেশটির কথায় যুক্তরাজ্যের বিশ্বাস করা উচিত নয়। রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে কিনা, সেটি শুধু একজন ব্যক্তি জানেন এবং তিনি কথা বলছেন না। তিনি হলেন ভ্লাদিমির পুতিন।