‘হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে’
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, আমরা দীর্ঘদিন থেকে লেবাননে ড্রোন বানাচ্ছি। যারা ড্রোন কিনতে চান, তারা দরপত্র দাখিল করতে পারেন। হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে। এ কাজে ইরানি ‘বিশেষজ্ঞরা’ সহায়তা করছেন।
সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাসরুল্লাহর দাবি হিজবুল্লাহ অস্ত্র প্রকল্পগুলোর বিরুদ্ধে ইসরায়েলের উদ্যোগ সংগঠনটির জন্য ‘শাপে বর’ হয়েছে। তিনি আরও দাবি করেন, ১৯৯৭ সালের পর থেকে হিজবুল্লাহ লেবাননের আকাশ প্রতিরক্ষায় মনোযোগ দিয়েছে। এরপর থেকে লেবাননের ওপর ইসরায়েলি জঙ্গি বিমানের চলাচল কমে গেছে।
উল্লেখ্য, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে একে অপরকে শত্রু মনে করে। তারা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে।ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা ইরানের পরমাণু সক্ষমতার পর হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে ‘দ্বিতীয় চরম হুমকি’ হিসেবে অভিহিত করে আসছেন।