এরদোগানকে সঙ্গে নিয়ে পুতিনের সাথে বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে আগ্রহী।

আরব আমিরাত থেকে ফিরে আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সে জানিয়েছে পুতিন, জেলেনস্কি ও এরদোগানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করলে তিনি থাকবেন।

এরদোগান আরও জানিয়েছেন, তাদের মধ্যে এ বৈঠকটি হতে পারে আঙ্কারা বা ইস্তানবুলে। বৈঠকের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন এবং তার মতামত কি সেটি জানতে চাইবেন।

এ ব্যাপারে এরদোগান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। কারণ এই অঞ্চলে যুদ্ধ বেঁধে গেলে তা মঙ্গলজনক হবে না। এমনকি যুদ্ধ পুরো ইউরোপে নেতিবাচক প্রভাব ফেলবে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব বেশ কাছ থেকেই অনুসরণ করছে তুরস্ক। কারণ ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে তুরস্কের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com