ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে উস্কানি দিচ্ছে চীন!
আলাদাভাবে ইউক্রেনকে আক্রমণ করার বিষয়ে রাশিয়াকে পিছন থেকে মদত জোগানোর অভিযোগ আনল আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি অভিযোগ করে বলেছেন, চীন যেভাবে রাশিয়াকে পিছন থেকে আক্রমণের ইন্ধন জোগাচ্ছে তা নিন্দনীয়। এর পিছনে চীনের কোনো অন্তর্নিহিত উদ্দেশ্য আছে বলেও তিনি মন্তব্য করেন।
কিরবি আরো জানান, আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মঙ্গলবারই ইউক্রেন জটিলতা নিয়ে কথা বলতে ইউরোপের পথে পাড়ি দেবেন। ইউরোপ পৌঁছে অস্টিন ব্রাসেলস্-এ ন্যাটো-র মুখ্য কার্যালয়ে ইউক্রেন নিয়ে আলোচনায় বসবেন এবং সেখান থেকে পোল্যান্ড যাবেন। পোল্যান্ডে, আমেরিকা আরো তিন হাজার সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে বলেও তিনি জানিয়েছেন।
কিরবি আরো বলেন, ‘‘ইউক্রেন আক্রমণ নিয়ে যে রাশিয়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তা আমেরিকা বিশ্বাস করে না। তবে রাশিয়া যদি আক্রমণ করে তা হলে তা যেকোনো দিন হতে পারে।’’
তবে ইউক্রেন নিয়ে জটিলতা কথাবার্তা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন, বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রিন্স।