রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধ হতে হবে: বরিস জনসন

0

আবারো রাশিয়ার ইউক্রেন হামলা নিয়ে সতর্ক বার্তা দিলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার তিনি বলেন, বেশ স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। স্কটল্যান্ড সফরে গিয়ে জনসন আরও বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা জরো করে চলেছে। এছাড়া সেখানে এমন সব নিদর্শন দেখা যাচ্ছে যাতে তাদের প্রস্তুতি স্পষ্ট। সেখানে এখন খুবই ভয়াবহ ও কঠিন পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু এখনো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে পরিকল্পনা স্থগিত করার সুযোগ আছে। বক্তব্যে তিনি রাশিয়ার প্রতি আলোচনায় বসার এবং সর্বনাশা আগ্রাসন বন্ধের আহবান জানান।

বরিস জনসন আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী এ নিয়ে যে মন্তব্য করেছিলেন তাকে সমর্থন দেন জনসন।

বরিস জনসন বলেন, আমাদের এখন শক্তিশালী হওয়া, স্থিরসংকল্প হওয়া এবং ঐক্যবধ্য হওয়া জরুরী। যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আসবে তখন আমাদের এই ঐক্য প্রদর্শন জরুরী হয়ে পরবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com