আন্দোলনে গাড়িচাপায় ৪ কৃষক হত্যা: ভারতীয় মন্ত্রীর ছেলের জামিন

0

কৃষক হত্যার দায়ে অভিযুক্ত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়​ মিশ্রের ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ রাজ্যের একটি উচ্চ আদালত এই আদেশ দেন।

লখিমপুর খেরি জেলায় অন্তত আটজন নিহত হওয়ার ঘটনায় ৩ অক্টোবর প্রতিবাদের মুখে রাজ্য পুলিশ মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করেছিল।

আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আমার মক্কেল আশীষ মিশ্রকে এলাহাবাদ হাইকোর্ট জামিন দিয়েছে।’

সিনিয়র পুলিশ অফিসার উপেন্দ্র আগরওয়াল তখন মিডিয়াকে বলেছিলেন, আশিসকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে। আশিস তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন এড়িয়ে গেছে।

কৃষি আইন সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করা কৃষকদের মধ্যে চারজন আশিষের চালানো গাড়ির ধাক্কায় এবং পরে সংঘর্ষে আরো চারজন মারা যান।

কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘটনাস্থলে তার ছেলের উপস্থিতির কথা অস্বীকার করে বলেন, ‘আমাদের কর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা করেছিল। আমার অনুসারীদের একটি গাড়ি উল্টে কৃষকদের মৃত্যু হয়েছে।’

লখিমপুর খেরির সহিংসতা ছিল লাখ লাখ কৃষকের বছরব্যাপী প্রতিবাদের একটি আক্রমণাত্মক বহিঃপ্রকাশ। তিনটি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে দিল্লির উপকণ্ঠে শিবির স্থাপন করেছিল কৃষকরা।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com