রাজনৈতিক বিতর্কের মধ্যেই লিবিয়ার প্রধানমন্ত্রীর ওপর হামলা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা

0

লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দাবিবাহর ওপর হামলা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

বৃহস্পতিবার ভোরে রাজধানী ত্রিপোলিতে বাড়ি ফেরার সময় তার গাড়িবহরের ওপর এই হামলা হয় বলে সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র।

একটি গুলি প্রধানমন্ত্রীকে বহন করা গাড়ির কাঁচ ভেদ করে প্রবেশ করলেও প্রধানমন্ত্রী ও তার সাথীদের মধ্যে কেউ আহত হননি।

সূত্রটি আলজাজিরাকে জানায়, ধারণা করা হচ্ছে ক্লাশিনকভ রাইফেলের মতো হালকা অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার বিবৃতি প্রকাশ করা হয়নি।

অপরদিকে হামলার সাথে কারা জড়িত, এই নিয়ে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার পরিপ্রেক্ষিতে লিবিয়ার চিফ প্রসিকিউটর এক তদন্ত শুরু করেছেন।

লিবিয়ায় চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আল-দাবিবাহর ওপর এই হামলা হলো।

সূত্র : আলজাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com