দিল্লি থেকে বিজেপিকে হঠিয়ে দেবো: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমস্ত আঞ্চলিক দল মিলে যৌথভাবে দিল্লি থেকে বিজেপিকে হঠিয়ে দেবো। বিজেপি প্রথমে ক্ষমা প্রার্থনা করুক, তারপরে ভোট চাইবে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মমতা বলেন, সমস্ত আঞ্চলিক দল মিলে যৌথভাবে দিল্লি থেকে বিজেপিকে হঠিয়ে দেবো, এটা আমাদের প্রতিশ্রুতি। উত্তর প্রদেশে সবাই জোট বদ্ধ হন তাহলে বিজেপি পালিয়ে যাবে। উত্তর প্রদেশ থেকে যদি বিজেপিকে হঠিয়ে দেন তাহলে দেশ থেকেও আমরা হঠিয়ে দেবো।
উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার জন্য এবং তাদেরকে জয়ী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান।