আল্লাহু আকবার বলে প্রতিবাদকারী ওই ছাত্রীকে ৫ লাখ ভারতীয় রুপি দেয়ার ঘোষণা ভারত জমিয়তের
আল্লাহু আকবার বলে উগ্র হিন্দুদের হিজাব বিরোধিতার প্রতিবাদকারী কর্নাটকের উদুপি জেলার মহাত্মা গান্ধী কলেজের সাহসী ছাত্রী মুসকান খান বিনতে হুসাইন খানকে পাঁচ লাখ ভারতীয় রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে জমিয়তে ওলামায়ে হিন্দ।
মঙ্গলবার রাতে জমিয়তের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী এ ঘোষণা দেন।
একইসাথে মাওলানা মাদানী এরূপ সাহসী প্রতিবাদের জন্য ওই ছাত্রীকে মোবারকবাদ জানিয়েছেন এবং তিনি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন বলেও ঘোষণায় জানান।