আবার প্রেসিডেন্ট হবেন ট্রাম্প!

0

আবার নিয়মিত জনসমাবেশ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সেই আগের মতোই করছেন হিলারি ক্লিন্টনের সমালোচনা৷ মার্কিন জনগণকে নানা আশ্বাসও দিচ্ছেন আগের মতো৷

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কর্মকাণ্ডে আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন অনেকে৷ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এসবই ট্রাম্পের নির্বাচনে অংশ নেয়ার জন্য মাঠ গোছানোর চেষ্টা৷ সেই চেষ্টায় তার সাফল্য, এমনকি নির্বাচনে অংশ নিলে তার আবার প্রেসিডেন্ট হবার সম্ভাবনাও দেখছেন অনেকে৷

২০২০-এর নির্বাচনের পর যেমনটি বলেছিলেন, সম্প্রতি টেক্সাসের এক জনসভায় ওই নির্বাচন নিয়ে একই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প৷ বলেছেন, ভোটারদের সঙ্গে ধোঁকাবাজি করে জেতানো হয়েছে জো বাইডেনকে৷ ট্রাম্পের সোজা কথা, ‘২০২০-এর নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল এবং সে-কথা সবাই জানে৷’

তবে চারটি রাজ্যের ফলাফল বাতিলের দাবি জানিয়ে যে মামলা করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট৷ সাম্প্রতিক সভাগুলোতে ট্রাম্প আদালতের সেই সিদ্ধান্তের দৃশ্যত কোনো গুরুত্বই দিচ্ছেন না৷ বরং কঠোর সমালোচনা করছেন প্রতিপক্ষের, দিচ্ছেন আবার ক্ষমতায় এলে দারুণ কিছু করে দেখানোর আশ্বাস৷

রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট দ্য হিল-এর ক্যাম্পেইন এডিটর ব্র্যান্ডন কনরাডিস অবশ্য ট্রাম্পের এমন কর্মকাণ্ডে মোটেই বিস্মিত নন৷ তার মতে, ‘‘তিনি (ট্রাম্প) সবসময় যা করে এসেছেন এখনো তা-ই করছেন- সমর্থকগোষ্ঠীকে চাঙা করতে চাইছেন আর ‘লাল মাংস’ ছুঁড়ে দিচ্ছেন তাদের দিকে৷’’

ব্র্যান্ডন কনরাডিসের ভাষায় ‘লাল মাংস ছুঁড়ে দেয়া’, অর্থাৎ সমর্থকদের সবচেয়ে বড় আশ্বাসটি ট্রাম্প দিয়েছেন ক্যাপিটল হিলে হামলাকারীদের বিষয়ে৷ ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া ২০২১ সালের ৬ ডিসেম্বরের সেই ঘটনায় পাঁচজন মারা যান৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭০০ জনেরর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে৷

গত সপ্তাহে কনরোতে অনুষ্ঠিত এক সভায় ট্রাম্প বলেছেন, ‘‘আমি যদি আবার (নির্বাচনে) অংশ নিই এবং জিতি, তাহলে জানুয়ার ৬-এর ঘটনার সব ব্যক্তির সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবো৷এমনকি যদি ক্ষমা করার প্রয়োজন হয়, তা-ও করবো আমরা, কারণ, তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ভারি অন্যায়৷’’
সূত্র : ডয়চে ভেলে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com