কারণ ছাড়াই বেড়েছে সবজির দর

0

রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দর। সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দর বেড়েছে। বাজারে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ টাকার ওপরে কেজি দরে। শীতের শেষ দিকে এসে দর না কমায় বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। গত দুই দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় বাজারে সবজি সরবরাহে কিছুটা ঘাটতি থাকার কথা ব্যবসায়ীরা জানান। তবে ভোক্তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই বেড়েছে দর।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির সরবরাহ স্বাভাবিক দেখা গেছে। যাত্রাবাড়ীর বাজারে কোনো দোকানেই সবজির ঘাটতি দেখা যায়নি। থরে থরে সাজানো সবজির বিক্রিও কমেনি বলেই বিক্রেতা-ক্রেতাদের বক্তব্য। ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, বেগুন, বরবটির প্রচুর সরবরাহ রয়েছে। তবে গত কয়েক সপ্তাহের ব্যবধানে এখনো একই দামে বিক্রি হতে দেখা গেছে নতুন আলুর। আলুর কেজি ১৫ টাকা। নতুন আলু শুরুতে ১০০ টাকা কেজি বিক্রি হলেও এখন কমে ভোক্তাদের হাতের নাগালে। এ ছাড়া পাকা টমেটোর কেজি ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০-৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে পাকা টমেটোর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বেড়েছে শিমের দাম। মানভেদে শিমের কেজি ৪০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৬০ টাকা। ২০-৩০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে গাজর। শীতের অন্যতম সবজি ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। শালগম ৩০-৪০ টাকা। এ দুটি সবজির দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে। বরবটির কেজি ৫০ থেকে ৭০ টাকা। লাউয়ের পিস ৫০-৬০ টাকা। লালশাকের আঁটি ১০-১৫ টাকা, পালং শাক ১৫-২০ টাকা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন করে সবজির দাম  কমার সম্ভাবনা কম। এখন দিন যত যাবে সবজির দাম বাড়বে। অন্যদিকে ভালো মানের দেশি পিঁয়াজের কেজি ৩০ টাকা। আর আমদানি করা ভারতীয় পিঁয়াজ ৪০-৫০ টাকা। ডিমের ডজন ১১০ থেকে ১১৫ টাকা। এ সপ্তাহে রাজধানীর বাজারগুলোয় সাদা মুরগির দর কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা সাদা মুরগির কেজি বিক্রি করছেন ১৫০-১৫৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬০-১৬৫। সোনালি মুরগির কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৬০। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুইয়ের কেজি ২৮০ থেকে ৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতলা। শিং ও টাকির কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা। শোল ৪০০ থেকে ৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ ১৫০ থেকে ১৭০ টাকা। ১ কেজি ওজনের ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা। ছোট ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা। নলা ১৭০ থেকে ২০০ টাকা। চিংড়ি ৬০০ থেকে ৬৫০ টাকা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com