ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চায় না তুরস্ক: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কখনোই যুদ্ধ চায় না তুরস্ক।
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় ট্রাবজন শহরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, আমরা কখনোই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চাই না। এটি এই অঞ্চলের জন্য কখনোই মঙ্গলজনক কিছু নয়। ন্যাটোর সদস্য দেশ হিসেবে আমরা এমন কিছু চাই না, আমরা এটা গ্রহণ করবো না। আমি আশা করি, আমরা শান্তিপূর্ণভাবেই চলমান সমস্যার সমাধানে পৌঁছাতে পারবো।
এরদোগান আরও বলেন, চলতি মাসেই ইউক্রেন সফরে যাচ্ছি। আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অদূর ভবিষ্যতে তুরস্ক সফরে আসবেন। তুরস্ক-রাশিয়ার সম্পর্ক ইতিহাসের যেকোনও সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে।
সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি বলেছেন, মস্কো ও কিয়েভের উত্তেজনা প্রশমনে এই দুই দেশের নেতাদের আতিথ্য দিতে প্রস্তুত আছে আঙ্কারা।