ইউক্রেনে কানাডার সৈন্য স্থানান্তর, দূতাবাস-স্টাফ প্রত্যাহারের ঘোষণা
কানাডা ইউক্রেনে মোতায়েন করা তার সেনা ইউনিটনমূহকে রোববার পশ্চিমে সরিয়ে নিয়েছে। একইসাথে দেশটি তার কিয়েভ দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার চলমান হুমকির কথা তুলে ধরে কানাডা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপসমূহ অব্যাহত রাখবো।
তিনি বলেন, কানাডীয় বাহিনীকে ডিনিপার নদীর পশ্চিমে সরিয়ে নেয়া হয়েছে। আনন্দ কিয়েভে রোববার সকালে গিয়ে পৌঁছান এবং সেনা ইউনিট সম্পর্কে সর্বশেষ খোঁজ-খবর নেন।
তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেন সীমান্ত থেকে মস্কো সৈন্য সরিয়ে না নিলে তাদেরকে তীব্র অবরোধ ও ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে।
তিনি আরো জানান, ইউক্রেনে ন্যাটো মিশনকে সহায়তা করতে বর্তমানে তাদের ৯০০ সৈন্য মোতায়েন রয়েছে। এদিকে অটোয়া রোববার এক ঘোষণায় তাদের কিয়েভ দূতাবাসে থাকা স্টাফ সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। আমেরিকা ও পশ্চিমাদের অভিযোগ রাশিয়া ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করছে।