ঠাকুরগাঁওয়ে আওয়ামী দুর্বৃত্তের হামলায় চার সাংবাদিক আহত

0

ঠাকুরগাঁও‌ সদর উপ‌জেলার সেনুয়া ইউ‌নিয়‌নে সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে আওয়ামী লীগ প্রার্থীর লোকজ‌নের হামলায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন ৪ সংবাদকর্মী। তা‌দের আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌ছে গ্রামবাসী।

সাংবাদিক জাহিদ হাসান মিলু জানান, শনিবার দুপুর আড়াইটায় সেনুয়া ইউনিয়নে নৌকা মার্কার নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল মার্কার মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশংকায় তারা সেখানে নিউজ সংগ্রহে যান। কিন্তু ভিডিও ফুটেজ ধারণকালে নৌকা সমর্থকরা আচমকা সাংবাদিকদের উপর লাঠি-সোঁটা নিয়ে হামলা করে বসে। গুরুতর আহত অবস্থায় তানভীর হাসান তানু ও সোহেল রানাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে আজ সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.