রাষ্ট্রকে কল্যাণকামী ও গণমুখী করতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

0

আমি মনে করি কোনো সমাজ বা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে নাগরিক অধিকারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়। আর সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা। দেশের উন্নয়নে প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক।

রাষ্ট্রকে কল্যাণকামী ও গণমুখী করতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতার ক্ষেত্রে আইন প্রণয়নে পক্ষপাতদুষ্টতা, রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী দলের ওপর নিপীড়ন, মতামত প্রকাশের স্বাধীনতা খর্ব করা প্রভৃতি।

একটি আধুনিক রাষ্ট্রে আইনের শাসন কেমন তা বোঝার জন্য আইনের বড় বড় বই পড়তে হয় না। প্রতিনিয়ত মানুষ গুম হচ্ছে, অগ্নিদগ্ধ হচ্ছে, মানুষকে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে, যথেচ্ছ ব্যভিচার চলছে- এগুলো কি এতটা ব্যাপক হারে কোনো কালে আমাদের দেশে ছিল? নিশ্চয়ই নয়। আইনশৃঙ্খলা বাহিনী শত চেষ্টা করেও এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছে না। বরং এসব বাহিনীর কোনো কোনো বিপথগামী সদস্য এসবে জড়িয়ে যাচ্ছে। সাধারণ জনগণ অন্ধ বা অসচেতন নয়। প্রকৃত ধার্মিকদের ‘মৌলবাদী’ ও ‘জঙ্গিবাদী’ বলে ভয় পেতে শিখিয়েছে।

সুতরাং এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে এবং সমাজে শান্তি ফিরিয়ে আনতে সামাজিক শাসন পুনঃপ্রতিষ্ঠা খুবই জরুরী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com