যুক্তরাষ্ট্রে ১০ জন আহত, তাতেই ঘটনাস্থলে প্রেসিডেন্ট

0

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফোর্বস অ্যাভিনিউ সেতু ভেঙে পড়ে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর জেনে দ্রুত সেখানে যান প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আহতদের তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টায় সেতুটি ভেঙে পড়ে। সে সময় সেতুটির ওপরে একটি বাসসহ ছয়টি যানবাহন ছিল।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের রাস্তাঘাট ও জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি কয়েক ঘণ্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তার।

সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বাইডেন। পিটসবার্গ শহরের মেয়র অ্যাড গেইনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন। তিনি আহতদের খোঁজ নেন এবং দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com