বিধ্বস্ত মার্কিন বিমান নিয়ে আমাদের ‘মাথাব্যথা’ নেই: চীন

0

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান নিয়ে মন্তব্য করেছেন চীন সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, চীন চায় এ অঞ্চলে গঠনমূলক কাজে যুক্ত হোক যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগরসহ এ অঞ্চলে কোনো ধরনের উত্তেজনা চায় না চীনের মানুষ। মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। খবর আনাদোলুর।

উল্লেখ্য, গত সোমবার একটি এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান চীন সাগরে অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসনের ডেকে ভেঙে পড়ে।

অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। একটি রুটিন মগড়ার সময়ই ওই যুদ্ধবিমান মার্কিন রণতরীর ওপর ভেঙে পড়ে।

মার্কিন পেসিফিক ফ্লিট এক বিবৃতিতে জানিয়েছে, পাইলট নিরাপদভাবে ওই এয়ারক্রাফট থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এর পর মার্কিন সেনা হেলিকপ্টার তাকে উদ্ধার করে।
পাইলটসহ সাতজন আহত নাবিককে ম্যানিলা ও ফিলিপিনসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সেখানে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহত নাবিকদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

তবে এমন এক গুরুত্বপূর্ণ মিশনে থাকা মার্কিন সেনার নৌজাহাজে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।

এ নিয়ে তদন্ত চলছে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে। দক্ষিণ চীন সাগরকে বেইজিং নিজের জায়গা বলে দাবি করে, সেখানে মার্কিন রণতরীর উপস্থিতি যে খুব একটা ভালোভাবে নেয়নি চীন, তা আগেও জানিয়েছে তারা। তার মাঝেই এই দুর্ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com