ফিলিস্তিনি সাংবাদিকদের নিপীড়ন ইসরাইলের
ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মার্গ্রেট অকেন বলেন, ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করায় ইসরাইলের দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন। মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইউরো-মেড মনিটর ও আরএসএফ আয়োজিত ওয়েবিনারে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মার্গ্রেট অকেন বলেন, এ বিষয়টা খুবই পরিষ্কার যে ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় (ইসরাইলের দ্বারা) নিপীড়নের শিকার হন। এটা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ইসরাইলের নির্মম সহিংসতা। ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের নির্মম আচরণ ইসরাইলি বর্ণবাদ ও দখলদারিত্বের অন্তর্ভুক্ত।
তিনি আরো বলেন, এ বিষয়টাও খুব পরিস্কার যে ইসরাইলের এমন আচরণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না ইউরোপীয় দেশগুলো। এর মাধ্যম তারা তাদের দ্বায়িত্বকে অবহেলা করছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর