কারাগারে বন্দী বিরোধী নেতা নাভালনিকে ‘সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত রাশিয়ার
রাশিয়ার কারাগারে বন্দী বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে সন্ত্রাসী ও চরমপন্থী হিসেবে তালিকাভুক্ত করেছে ক্রেমলিন প্রশাসন। ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং (রসফিন মনিটরিং) নিষিদ্ধ ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কঠোর সমালোচক আলেক্সেই নাভালনি ও তার অন্যতম প্রধান সহযোগী লিওবভ সবলসহ অন্যান্য সহযোগীদের নামও রয়েছে।
২০২১-এর জানুয়ারিতে রাশিয়ায় পুতিনের শীর্ষ সমালোচক নাভালনিকে কারাগারে পাঠানো হয়। সেই সাথে তার রাজনৈতিক সংগঠনকে বেআইনি ঘোষণাসহ ভিন্নমতের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ক্রেমলিন। এর পর থেকে নাভালনির সহযোগীরা প্রায় সবাই রাশিয়া ছেড়েছেন। নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার এ তালিকায় নাভালনির আরো অনেক সহযোগীর নাম যুক্ত করা হয়েছে।