যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চায় ইরান
পারমাণবিক সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চায় ইরান। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তেহরানের এমন অবস্থানের কথা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা একটি অগ্রসর পর্যায়ে পৌঁছলে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা চায় তেহরান। এমন সময়ে তার এই বক্তব্য এলো যখন মার্কিন কর্মকর্তারা ২০১৫ সালের ওই চুক্তি পুনরুজ্জীবিত করতে সরাসরি আলোচনার আহ্বান জানাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে চুক্তিটি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত।
এক সংবাদ সম্মেলনে হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, থ‘ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে সরাসরি আলোচনা করছে বলে যে খবর বেরিয়েছে সেটি অসত্য। যাই হোক, যদি আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই যেখানে শক্তিশালী গ্যারান্টিসহ একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজন হয়, আমরা সেটি বিবেচনা করবো।’ এ দিকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক একজন বিশেষ দূত পদত্যাগ করেছেন। রিচার্ড নেফিউ নামের ওই কর্মকর্তা বাইডেন প্রশাসনে ইরান বিষয়ক উপ-বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তেহরানের সঙ্গে আলোচনায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তার জোরালো ভূমিকা ছিল।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা সোমবার রিচার্ড নেফিউ-র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিচার্ড নেফিউ আর তেহরান সংক্রান্ত আলোচক দলে নেই। তবে তিনি এখনো স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর আগে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইরান বিষয়ক মার্কিন আলোচক দলের মধ্যে মতপার্থক্যের পর রিচার্ড নেফিউ পদত্যাগ করেছেন।