আবারো আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হাউছিরা
ইরান সমর্থিত ইয়েমেনি হাউছি যোদ্ধারা আবারো সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার তারা এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইয়েমেনের হাউছি যোদ্ধাদের পরিচালিত এ ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল আরব আমিরাতে অবস্থিত এক মার্কিন সামরিক ঘাঁটি। কিন্তু হাউছিদের এ হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এটা এক সপ্তাহের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে হাউছি যোদ্ধাদের পরিচালিত দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলার পরে মার্কিন সেনারা এখন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। এর আগে ১৭ জানুয়ারিতে উপসাগরীয় অঞ্চলের পর্যটন ও বাণিজ্য কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হামলা চালিয়েছিল হাউছিরা। ওই হামলায় মোট তিন ব্যক্তি নিহত হয়েছিল।
এদিকে হাউছিরা সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়ছে। সংযুক্ত আরব আমিরাত হলো ওই সৌদি জোটের সদস্য। এখন হাউছিরা ইয়েমেনের তেল সমৃদ্ধ অঞ্চল দখল করতে চাইলেও তাতে বাধা দিচ্ছে সৌদি জোট। এ কারণে হাউছিরাও সৌদি জোটের বিরুদ্ধে পাল্টা হামলা করছে।
এ বিষয়ে ইয়েমেনের হাউছি যোদ্ধারা জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে হামলা চারিয়েছে। এ বিমানঘাঁটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। এছাড়া আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে হাউছি যোদ্ধারা ।
সূত্র : মিডল ইস্ট মনিটর