ইউক্রেন সঙ্কট: রাশিয়ার সৈন্য সমাবেশের পর প্রস্তুত ন্যাটো জোটও

0

ইউক্রেনের কাছে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থানের প্রেক্ষিতে উত্তেজনা বেড়ে যাওয়ায় পূর্ব ইউরোপে প্রতিরক্ষা শক্তিশালী করতে বাহিনী প্রস্তুত রেখেছে ন্যাটো জোট। সেখানে পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান।

রাশিয়ান আক্রমণের শঙ্কায় যুক্তরাজ্য কিয়েবে অবস্থিত দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের পর সোমবার ন্যাটো সামরিক জোটের এ অবস্থানের কথা জানা যায়। তার আগে দূতাবাস স্টাফদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।

ব্রিটেনের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ইউক্রেন বিষয়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে কিছু দূতাবাস কর্মী ও তাদের পরিবারকে প্রত্যাহার করা হয়েছে।

প্রতিবেশী রাশিয়া প্রায় এক লাখ সৈন্য জমায়েত করার পর ইউক্রেন-উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়েছে। পশ্চিমারা বলছে, কিয়েভ ও ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে ক্ষুব্ধ হয়ে মস্কো ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

ক্রেমলিন এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও রাশিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই ইউক্রেনের ভূমিতে অবস্থান নিয়ে আছে। আট বছর আগে ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনের বড় একটা দখলে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের মাধ্যমে রাশিয়া এ অবস্থান তৈরি করেছে।

এদিকে মস্কো অভিযোগ করেছে, পূর্ব ইউরোপে ন্যাটো সৈন্য সমাবেশের মাধ্যমে এবং ইউক্রেনে মার্কিন দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের মাধ্যমে আমেরিকা ও তার মিত্ররা পূর্ব-পশ্চিমের সংঘাত বৃদ্ধিতে জ্বালানি দিয়ে যাচ্ছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে নেয়া সামরিক দ্বন্দ্বের উদ্যোগ আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে।

সূত্র : আলজাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com