তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইরান: রইসি

0

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসি বলেছেন, তুরস্কের সাথে দীর্ঘমেয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইরান। একইসাথে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাকে স্বাগত জানান তিনি।

শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে এক ফোনালাপে এই কথা বলেন তিনি।

ইবরাহিম রইসি বলেন, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তেহরান সমর্থন দিয়ে যাবে।’

একইসাথে আঞ্চলিক দেশগুলোর জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনই এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায় বলে জোর দিয়ে বলেন ইরানি প্রেসিডেন্ট।

অপরদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইরান তুরস্কের বিশ্বাসভাজন সহযোগী।

ফোনালাপে তিনি বলেন, আঙ্কারা তেহরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে। একইসাথে শিগগিরই তিনি ইরান সফরে যাবেন বলে আশা প্রকাশ করেন।

সূত্র : প্রেস টিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com