সিরিয়ান কারাগারে আইএসের হামলা, নিহত ১২০
সিরিয়ার এক কারাগারে উগ্রবাদী আইএস সদস্যদের হামলার পর মার্কিন সমর্থিত কুর্দিদের সাথে তাদের ভয়ঙ্কর যুদ্ধের সময় ১২০ জন নিহত হয়েছেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, কমপক্ষে ৭৭ উগ্রবাদী আইএস সদস্য ও ৩৯ কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য, কারারক্ষী ও সন্ত্রাসবিরোধী মিলিশিয়া বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন এ যুদ্ধে। বৃহস্পতিবার উগ্রবাদী আইএস সদস্যরা উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরের ঘোয়ারান কারাগারে হামলা করলে এ সঙ্ঘাতে সূচনা হয়।
শুক্রবার উগ্রবাদী আইএস সদস্যরা তাদের নিজস্ব গণমাধ্যম আমাক মিডিয়ার মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে। শনিবার তাদের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে যে সশস্ত্র ব্যক্তিরা (আইএস সদস্যরা) কারাগারে প্রবেশ করছেন। এ সময় তারা তাদের কালো পতাকা দোলাচ্ছিলেন। তাদের দাবি তারা কুর্দিদের পরিচালিত হাসাকা শহরের ঘোয়ারান কারাগারে তাণ্ডব চালিয়েছেন। যদিও আল-জাজিরা ওই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত নয়।
আইএসের দাবি, এ ঘোয়ারান কারাগারে তিন হাজার পাঁচ শ’ আইএস সদস্য ও কিছু আইএস নেতা বন্দী আছেন।
সূত্র : আল-জাজিরা, বিবিসি