শাবিতে উত্তাপ, মাঠে নামছেন সিলেটের সাধারণ শিক্ষার্থীরা
চলছে অনশন, আন্দোলন আর সময়ে সময়ে বাড়ছে উত্তাপ। এমন পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠে নামছেন সিলেটের সাধারণ শিক্ষার্থী।
রোববার বেলা সাড়ে ১১টায় সিলেটের কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে সিলেটের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
ইতোমধ্যে সিলেটের ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর পক্ষ থেকে একটি ব্যানার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচারণা। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ছাড়াও করোনা পরিস্থিতিতে বন্ধ করা সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টিও উল্লেখ করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা তুষার সরকার।
তিনি বলেন, আমাদের এ কর্মসূচির মাধ্যমে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এই কর্মসূচি পালন করব।