রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাবে না ‘বিশ্বাস’ জাতিসঙ্ঘ মহাসচিবের

0

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস শুক্রবার বলেছেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি বলেন, এটি ঘটবে না এমন বিশ্বাস তার রয়েছে।

গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো উচিত হবে না। এক্ষেত্রে আমি মনেকরি যে কূটনীতি হচ্ছে সমস্যা সমাধানের উপায়।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি এটি ঘটবে না এবং আমি দৃঢ়ভাবে আশা করি আমার ধারণা সঠিক হবে।’

এ সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের প্রচেষ্টার মাঝখানে গুতেরেস আর কোনো আলোচনার বিষয় বিবেচনা করবেন না।

তিনি বলেন, ‘অন্য দেশে কোনো দেশের যেকোনো ধরনের আগ্রাসন হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

গুতেরেস বলেন, ইউক্রেন প্রশ্নে এক পক্ষে যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো মিত্র এবং অপরপক্ষে রাশিয়ার অংশগ্রহণে আলোচনা হবে। এক্ষেত্রে জাতিসঙ্ঘ অংশ নয়।

তবে তিনি বলেন, তার বিভিন্ন দফতর বিভিন্ন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতায় সহায়তা করতে ‘সব সময় প্রস্তুত’ রয়েছে।

সামরিক সংঘাত এড়ানোর ব্যাপরে তিনি বলেন, ‘আমি সাধারণভাবে বিশ্বাস করি যে আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ রয়েছে।’
সূত্র : বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com