ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা, নিহত ৭৬

0

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সা’দা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদায়দা শহরে বিমান হামলায় অন্তত ৭৬ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) সা’দা ও হুদায়দায় দিনভর বোমাবর্ষণ করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

সা’দার একটি কারাগারে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। ইয়েমেনের জনপ্রিয় হুতি আন্দোলনের একজন কর্মকর্তা ও ডক্টরস উইদাউট বর্ডারস একটি দাতব্য সংস্থা এ তথ্য নিশ্চিত করে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল-মাসিরা টেলিভিশনে জানানো হয়, কারাগারটির ধ্বংসস্তূপের নিচ থেকে ৬২ জনে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আটজন আহত অবস্থায় মারা গেছেন।

হুতিদের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে মরদে বের করছেন উদ্ধারকর্মীরা।

এর আগে অনেক আন্তর্জাতিক সংস্থা ওই কারাগারটি পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সা’দার গভর্নর মোহাম্মাদ জাবের আওয়াদ।

একই দিন ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা শহরেও বিমান হামলা চালায় সৌদি জোট। এ হামলায় অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com