শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন: আট শিক্ষার্থী অসুস্থ

0
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে আমরণ অনশনে থাকা আট শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনশনের তৃতীয় দিনে এখন পর্যন্ত আন্দোলনস্থলে যারা আছেন তাদের অবস্থাও বেশ খারাপ। সবাইকেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার আমরণ অনশনে বসে ২৪ শিক্ষার্থী। বৃহস্পতিবার অনশনের দ্বিতীয় দিনে দুপুরে একজনের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে পাঠানো হয়। এরপর একে একে আজ সকাল পর্যন্ত ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে, বিষয়টি সমাধানে আন্দোলন থেকে আলোচনায় আসতে বার বার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারী) প্রথম প্রহরে রাত ১২টা ১০ মিনিটের দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অনশনস্থলে এসে শেষ হয়। এক হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়।

শিক্ষার্থীরা বলেন, অনশনকারীদের কিছু হলে এর দায় উপাচার্যকেই নিতে হবে। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com