জাতিসংঘের প্রস্তাব ফেরালেন মেরকেল

0

জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে জাতিসংঘে উচ্চ পর্যায়ের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দিয়েছেন। মেরকেলের অফিস ও জাতিসংঘ সূত্র এ তথ্য জানিয়েছে। খবর ডয়েচে ভেলের। গত সপ্তাহে মেরকেল ফোনে মহাসচিব গুতেরেসের সঙ্গে কথা বলেন। তিনি সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান এবং বলেন, ওই পদ তিনি নিতে পারছেন না। জাতিসংঘের সূত্র জানায়, জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করেছে। এটা গুতেরেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটি গ্লোবাল পাবলিক গুডস চিহ্নিত করবে এবং কোন কোন ক্ষেত্রে সরকারগুলোর আরও উন্নতি দরকার তাও জানাবে।

কীভাবে সরকারগুলো লক্ষ্য পূরণ করতে পারে, সে বিষয়েও কমিটি জানাবে বলে জাতিসংঘের সূত্র উদ্ধৃত করে জার্মানির মিডিয়া জানিয়েছে।

উল্লেখ্য, ১৬ বছর জার্মানির চ্যান্সেলর ছিলেন মেরকেল। ৬৭ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিক গত বছরের শেষে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তিনি আর জাতীয় নির্বাচনে দাঁড়াননি। অবসর নেওয়ার আগে তিনি রাজনীতি-পরবর্তী সময় কীভাবে কাটাবেন, তা নিয়ে কোনো কথা বলেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com