‘ইরান-রাশিয়ার সম্পর্ক উন্নয়নের পথে কোনো বাধা নেই’
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসি বলেছেন, রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক উন্নয়নের পথে কোনো বাধা নেই।
বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে এই কথা বলেন তিনি।
এর আগে রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে রাশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার তেহরান থেকে মস্কো যান ইবরাহিম রইসি। ক্ষমতা গ্রহণের পর ইরানি প্রেসিডেন্টের এটিই প্রথম রাশিয়া সফর।
পুতিনের সাথে বৈঠকে রইসি বলেন, ‘রাশিয়ার সাথে সম্পর্ক বাড়ানো ও উন্নয়নে আমাদের কোনো সীমা নেই।’
তিনি আরো বলেন, ‘৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। তবে নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি প্রেসিডেন্টকে বলেন, ‘আপনি শপথ নেয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। কিন্তু ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।’
তিনি আরো বলেন, ‘করোনা মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য ছয় শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পরিক সহযোগিতা রয়েছে।’
বুধবার স্থানীয় সময় দুপুরে মস্কোর বিমানবন্দরে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী ফ্লাইট অবতরণ করে। রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনুফ মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট দুমায় ইরানি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার কথা রয়েছে। এছাড়া রাশিয়া প্রবাসী ইরানি এবং রুশ ব্যবসায়ীদের সমাবেশে অংশ নেবেন তিনি।
ইরানি প্রেসিডেন্টের সাথে এই সফরে পররাষ্ট্রমন্ত্রী, তেলমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ উচ্চপদস্ত কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
সূত্র : প্রেস টিভি ও পার্স টুডে