তালেবান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুলিশি অভিযান নয়
আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি দেশটির রাজধানী কাবুলের পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন যেন তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো অভিযান না চালায়। এছাড়া আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ না করে কোনো ব্যক্তিকে আটক বা কারো ঘর-বাড়ির তল্লাশি করা যাবে না। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।
কাবুল পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করার সময় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি জোর দিয়ে বলেন, কাবুলের সাধারণ মানুষদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের যেকোনো সমস্যার সুরাহা করতে হবে।
তিনি তার এক আদেশে বলেন, যে সকল ব্যক্তি বিনা অপরাধে আটক হয়ে কারাগারে আছেন, তাদেরকে মুক্তি দেয়ার কথাও বলেন তিনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি বলেন, যখনই আপনারা এমন কোনো প্রতিবেদন পাবেন যে কেউ অবৈধ কাজ করছে, তখন আমাকে তা জানাবেন। এরপর আমি অপনাদের বলব যে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিবেন। আমি যদি অফিসে অনুপস্থিত থাকি তবে স্বরাষ্ট্র উপমন্ত্রী ও আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কর্মকর্তাকে বলবেন। জরুরি প্রয়োজনে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব সময় আপনাদের নির্দেশনা দিবে।
তিনি বলেন, পশ্চিমা সমর্থিত সাবেক আফগান সরকারের সকল কর্মকর্তাকে সাধারণ ক্ষমা দেয়া হয়েছে। তারা এখন স্বাধীনভাবে আফগানিস্তানে বাস করতে পারবেন।
সিরাজউদ্দিন হাক্কানি আরো বলেন, যে সকল ব্যক্তি কারাগারে আছেন তাদের কাগজপত্র পরীক্ষা করুন। যদি আইন অনুসারে তারা নির্দোষ হন তবে তাদের দ্রুত মুক্তি দিতে হবে।
সূত্র : তোলো নিউজ