আল-আকাসায় ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব
জেরুসালেমের আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা। তারা জোর করে ওই পবিত্র মসজিদে প্রবেশ করে এসব অবৈধ কর্মকাণ্ড করে বলে জানিয়েছে একটি ফিলিস্তিনি সংস্থা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
জেরুসালেমের আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করেছিল আল-মুগারবাহ গেট দিয়ে। ওই সময় তাদেরকে নিরাপত্তা দিচ্ছিল ইসরাইলি সেনাবাহিনী।
জেরুসালেমের আল-আকসা মসজিদ হলো মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে থাকে। ইহুদিদের দাবি, এখানে প্রাচীনকালে দু’টি ইহুদি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিল।
২০০৩ সাল থেকে ইসরাইলি কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।
ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে মোট ৩৪ হাজার ৫৬২ ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।
১৯৬৭ সনের আরব-ইসরাইল যুদ্ধের মাধ্যমে ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করে। এ পূর্ব জেরুসালেমেই আল-আকসা মসজিদ অবস্থিত। পরে ১৯৮০ সালে ইসরাইল সমগ্র জেরুসালেম দখল করে নেয়। কিন্তু, ইসরাইলের এ জেরুসালেম দখল করার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি।
সূত্র : ইয়েনি শাফাক