আফগানিস্তানে খুলে দেওয়া হবে মেয়েদের স্কুল: জাবিহুল্লাহ

0

চলতি বছরের মার্চের শেষের দিকে সারা দেশে মেয়েদের সকল স্কুল খুলে দেওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।

শনিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্কৃতি এবং তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এই অঙ্গীকার করেছেন।

তিনি বলেছেন, শিক্ষা বিভাগগুলো আগামী ২১ মার্চ আফগানিস্তানের নববর্ষের শুরুর সময় থেকে দেশের সব মেয়ে এবং নারীদের জন্য শ্রেণিকক্ষ খুলে দেবে।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মেয়ে এবং নারীদের জন্য শিক্ষার বিষয়টি অবকাঠামোগত সক্ষমতারও প্রশ্ন। স্কুলে মেয়ে এবং ছেলেদের একেবারে আলাদা করতে হবে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাধা হলো পর্যাপ্ত ছাত্রাবাস বা হোস্টেল খুঁজে পাওয়া অথবা নির্মাণ করা; যেখানে মেয়েরা স্কুলে যাওয়ার পর থাকতে পারবে। তাই যতদিন সেই ব্যবস্থা না হচ্ছে ততদিন মেয়েরা পর্দার বিধান মেনে আগের মতোই ক্লাসে অংশগ্রহণ করবে।

সূত্র: এএফপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com