সিলেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, গুলি, আহত ৩০

0

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট ছুড়ে ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেছে পুলিশ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগ, হামলাকারী ছাত্রলীগ কর্মীদের শাস্তি সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছে হলের ছাত্রীরা। রোববার বিকেল ৩ টার দিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছে- পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেটের গুলিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com