আফিয়ার মুক্তি চাওয়া বন্দুকধারী নিহত, টেক্সাসের ইহুদি জিম্মিরা মুক্ত

0

যুক্তরাষ্ট্রের টেক্সাসের জিম্মি সঙ্কটের সমাধান হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বন্দকধারী নিহত হয়েছেন এবং তার হাতে জিম্মি ইহুদিরা মুক্তি পেয়েছেন। নিহত বন্দুকধারী পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকির মুক্তি চেয়েছিলেন। রোববার এমন সংংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশে অবস্থিত একটি সিনাগগে (ইহুদি উপসনালয়) মোট চার ইহুদিকে জিম্মি করেন এক বন্দুকধারী ব্যক্তি। পরে প্রায় ১০ ঘণ্টা ধরে ওই সিনাগগে ইহুদিদের ধর্মাচার বন্ধ থাকে। মার্কিন পুশিশ ওই স্থানে যায় এবং তারাও একটি অচলাবস্থর মধ্যে পড়ে।

জিম্মি উদ্ধারের ঘটনায় নিয়োজিত এফবিআই কর্মকর্তারা কনগ্রেগেশন বেথ ইস্রায়েল নামক সিনাগগে ব্যাপক অভিযান চালান। এর আগে শনিবার সন্ধ্যায় সিনাগগে অভিযান চালানোর আগে এক ইহুদি জিম্মিকে নিরাপদে মুক্ত করে দেয়া হয়েছিল। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলেন, তারা গুলি ও বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এরপর ওই ইহুদি জিম্মিদের নিরাপদে মুক্ত করা হয় এবং বন্দকধারী ব্যক্তিকে হত্যা করা হয়।

ইহুদি জিম্মিদের মুক্তি পাওয়ার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, বিভিন্ন ইহুদি সংগঠন ও টেক্সাস প্রদেশের গভর্নর।

এদিকে ওই বন্দুকধারী নিজেকে আফিয়া সিদ্দিকির ভাই বলে পরিচয় দেন এবং ওই পাকিস্তানি নারী বিজ্ঞানীর মুক্তি চান। আফিয়া সিদ্দিকির বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ তিনি আফগানিস্তানে অবস্থান করার সময় যুক্তরাষ্ট্রের সেনাদের হত্যার চেষ্টা করেছেন। যদিও পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিষয়টিকে অন্য দৃষ্টিতে দেখেন। তারা মনে করেন আফিয়া ষড়যন্ত্রের শিকার।

এদিকে যুক্তরাষ্ট্র ও মুসলিমদের সম্পর্ক নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-এর নির্বাহী পরিচালক বলেন, আফিয়া সিদ্দিকির ভাই মোহাম্মদ সিদ্দিকি এ কাজে জড়িত না। আর নিহত ব্যক্তিও তার কোনো আত্মীয় না।

সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com