ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ

0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আদর্শ স্কুল কেন্দ্রে যেতে মোড় থেকেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।

রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকেই তিনি এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের সামনেই ভোটার আইডির ফটোকপি নিয়ে প্রবেশ করাতে চাইলে এক ভোটারকে আটকে দেওয়া হয় মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে।

লুনা বলেন, আমরা বার বার বলছি যে ইসির নির্দেশনা রয়েছে এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। তবে এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com