চব্বিশ ঘন্টায় সৌদি জোটের ৩৩ হামলা, বহু হুথি বিদ্রোহী নিহত
গত কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সপ্তাহ খানেক আগে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে হুথিরা। এরপরই উত্তেজনা বেড়ে যায়। হুথিদের কাছে জাহাজ ফেরত চায় সামরিক জোট। তবে বিদ্রোহীরা এতে অস্বীকৃতি জানায়।
এই ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দেয়া সৌদি জোট গত ২৪ ঘন্টায় হুথিদের লক্ষ্য করে ৩৩ বার বিমান হামলা করেছে।
এই হামলায় ৩০০ এর অধিক হুথি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র মারিব প্রদেশে ১৯০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। ২১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
প্রেস এজেন্সি আরো জানিয়েছে, ইয়েমেনের আল বায়দাতে ২৭ বার আক্রমণ করা হয়। এই হামলায় ১৫০ জনের বেশি বিদ্রোহী নিহত ও ১৬টি সামরিক যান ধ্বংসপ্রাপ্ত হয়।