নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে সেরা ১০ দেশের অন্যতম তুরস্ক: এরদোগান

0

নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে তুরস্ক সেরা ১০ দেশের অন্যতম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক জাতীয়ভাবে যুদ্ধজাহাজের নকশা করা, নির্মাণ ও পরিচালনায় সক্ষম।

পরীক্ষা-নিরীক্ষা ও প্রশিক্ষণ চালানোর জন্য তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নির্মিত যুদ্ধজাহাজ টিসিজি উফুকের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ যুদ্ধজাহাজ তুরস্কের ইস্তাম্বুল মেরিটাইম শিপইয়ার্ডে নির্মাণ করা হয়েছে।

এরদোগান বলেন, আমাদের দেশের প্রথম কমিশন পাওয়া যুদ্ধজাহাজ টিসিজি উফুকে নির্মিত হয়েছে আমাদের জাতীয় প্রকৌশল দক্ষতায়।

তিনি আরো বলেন, এ বছর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পে আমাদের যথেস্ট উন্নতি হয়েছে।

তুর্কি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান দ্যা টার্কিশ ডিফেন্স ইডাস্ট্রিজ নির্মিত টিসিজি উফুকে একটি করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ। এটা তুরস্কের যুদ্ধজাহাজ নির্মাণের ইতিহাসে সম্পূর্ণ নতুন। এ যুদ্ধজাহাজটি একনাগারে টানা ৪৫ দিন চলতে পারে। সাগরের যেকোনো পরিস্থিত বা আবহাওয়ায় এটা চালানো যাবে। এমনকি গভীর সমুদ্রেও এটা চালানো যাবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্কে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা শিল্প ও নতুন অস্ত্র ক্রয় দেশটিকে এ অঞ্চলে একটি প্রভাবশালী দেশে পরিণত করেছে। এর মাধ্যমে শত্রু দেশগুলোর নোংরা খেলার অবসান হয়েছে।

তিনি আরো জানান, ২৫ দেশে আমরা ১৮০ জাহাজ রফতানি করেছি।

সূত্র : আনাদোলু এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com