ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টের মৃত্যু
ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসোলি (৬৫) মারা গেছেন। ইতালির এভিয়ানো শহরের একটি হাসপাতালে আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরে তিনি মারা যান স্যাসোলি। রোগপ্রতিরোধ ক্ষমতাজনিত সমস্যায় গত মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতালির সাবেক এই সাংবাদিক মধ্যপন্থি বাম ধারার রাজনীতিবিদ গত দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ ছিলেন।
গত নভেম্বরে নিজেকে রাজনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে নেন তিনি। তার স্থলাভিষিক্ত নির্বাচনের জন্য চলতি জানুয়ারির শেষের দিকে ইউরোপীয় পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
এর আগে সেপ্টেম্বরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেন ডেভিড স্যাসোলি।
২০১৯ সালের জুলাইয়ে ৭০৫ আসনের ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক এই সংবাদকর্মী।