অভ্যুত্থানের উদ্দেশ্যে বিক্ষোভ হয়েছিল: কাজাখ প্রেসিডেন্ট

0

অভ্যুত্থানের উদ্দেশ্যেই সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল বলে দাবি করেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সামরিক জোটের নেতাদের বলেন, ওই কর্মকাণ্ড ‘একটি জায়গা’ থেকেই সমন্বয় করা হয়েছে। তবে তার দৃষ্টিতে দায়ী ওই ব্যক্তিদের নাম বলেননি।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মধ্য এশিয়ার প্রতিবেশী এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য বিজয় দাবি করেছেন। এরপর সোমবার দেশটির রাষ্ট্রপতি কাসিম জোমার্ত তোকায়েভ ওই বিক্ষোভকে ‌‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে বর্ণনা করে এমনটাই জানিয়েছেন।

রাশিয়ান নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) একটি অনলাইন সভায় কথা বলার সময় কাসিম জোমরাত তোকায়েভ বলেন,  কাজাখস্তানে শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান শান্তির কৃতিত্ব কাজাখস্তানের সরকার ও কাজাখ-রুশ যৌথ বাহিনীর।

ভার্চুয়াল ওই বৈঠকে পুতিন আরও বলেন, ‘সন্ত্রাসী, অপরাধী ও লুটেরাদের আক্রমণ থেকে কাজাখস্তান রাষ্ট্রের মূল ভিত্তি ও জনগণকে রক্ষা করেছে কাজাখ-রুশ সেনাবাহিনী। কাজাখস্তানে সম্প্রতি যা ঘটল, তাতে এটি পরিষ্কার যে বাইরের শক্তি আমাদের সাবেক সোভিয়েত রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে; কিন্তু কাজাখস্তানে সিএসটিও স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, আমরা বাইরের কোনো শক্তিকে আমাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে দেব না।’

সূত্র : বিবিসি, রয়টার্স ও আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com