ইরাকের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসবে সৌদি আরব ও ইরান

0

ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতেই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হবে। এটি হবে পঞ্চম দফা আলোচনা। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা চলবে বলে জানান তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পার্সটুডে। ভিয়েনায় সৌদি প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে খাতিবজাদে বলেন, ভিয়েনায় সৌদি প্রতিনিধিদল মাঝে মধ্যেই সফর করে থাকেন। এর আগেও তারা ভিয়েনায় গেছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর প্রসঙ্গে তিনি বলেন, আফগান প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আর্থিক ও ব্যাংকিং লেনদেন এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়সহ নানা ইস্যুতে মতবিনিময় হয়েছে।

ইরান আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার চায় বলে তিনি জানান। খাতিবজাদে বলেন, আফগান পরিস্থিতির বিষয়ে তেহরান সব সময় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এরই আলোকে তালেবান সরকারের প্রতিনিধিদল তেহরান সফর করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com