জলসীমায় পাকিস্তানের নৌযান, যা বলছে ভারত

0

ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের একটি নৌযানকে আটক করছে ভারতীয় কোস্টগার্ড (আইসিজি)। আটক করা ওই নৌযানটিতে অন্তত ১০ জন আরোহী ছিলেন বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আইসিজির দাবি, ইয়াসিন নামের ওই নৌযানটিকে স্থানীয় সময় শনিবার রাতে এক অভিযানে আটক করা হয়।

আইসিজি কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ডের জাহাজ অঙ্কিত ৮ জানুয়ারি রাতে আরব সাগরে ভারতীয় জলসীমা থেকে ১০ আরোহীসহ ইয়াসিন নামে পাকিস্তানের একটি নৌযান আটক করেছে। নৌযানটিকে গুজরাটের পোরবন্দরে আরও তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে আইসিজির  অভিযানে গুজরাট উপকূল  থেকে ১২ আরোহীসহ পাকিস্তানের আরেকটি নৌযান আটক করা হয়।

এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ২০ ডিসেম্বর পাকিস্তানের একটি মাছধরার নৌকা থেকে ভারতীয় কোস্ট গার্ড আর সন্ত্রাসবিরোধী স্কোয়াডের যৌথ অভিযানে আনুমানিক ৪০০ কোটি রুপি মূল্যের ৭৭ কেজি  হেরোইন জব্দ করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com