বেল্ট অ্যান্ড রোড নিয়ে আলোচনায় চীন

0

চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে আলোচনা করতে শ্রীলঙ্কা সফরে গেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার দেশটিতে এ সফরে যান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

ওয়াং ই এমন সময়ে এ সফরে গেলেন যখন বৈদেশিক মুদ্রা এবং ঋণ সংকট থেকে উত্তরণে বেইজিং-এর সহায়তার দিকে তাকিয়ে আছে কলম্বো।

ইরিত্রিয়া, কেনিয়া, কোমোরোস ও মালদ্বীপে সিরিজ সফর শেষে শনিবার শ্রীলঙ্কায় পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী। সফরে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। পরে কলম্বোর পোর্ট সিটিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে ভাষণ দেবেন তিনি।

শ্রীলঙ্কা যখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত সেই মুহূর্তে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। দেশটির বৈদেশিক রিজার্ভ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা মাত্র কয়েক সপ্তাহের আমদানির জন্য যথেষ্ট। এর বাইরে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতার বিষয়টিও রয়েছে।

সড়কের বিস্তৃত নেটওয়ার্ক ছাড়াও দক্ষিণ হাম্বানটোটা জেলায় একটি সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণের জন্য শ্রীলঙ্কাকে এরইমধ্যে ঋণ দিয়েছে বেইজিং।

শ্রীলঙ্কার পয়েন্ট পেড্রো ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টের প্রধান গবেষক মুতুকৃষ্ণ সর্বনান্থন। তিনি বলেন, ‘টেকনিক্যালি আমরা দাবি করতে পারি যে, আমরা এখন দেউলিয়া হয়ে গেছি। যখন আপনার বৈদেশিক রিজার্ভ লাল রঙে থাকে, তার মানে আপনি টেকনিক্যালি দেউলিয়া।’

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com