ভারতের সংসদের চার শতাধিক কর্মীর করোনা পজেটিভ

0

ভারতে অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। এর মধ্যে আসছে সংসদের বাজেট অধিবেশন। তার আগেই সংসদের চার শতাধিক কর্মীর কোভিড পজিটিভ এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংসদে মোট ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট আসে। তারা ওমিক্রনে সংক্রমিত কিনা এজন্য তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতের বাজেট অধিবেশন সাধারণত শুরু হয় প্রতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। বিজেপি শাসক ও বিরোধী দলের অনেক সংসদ সদস্য করোনায় আক্রান্ত, তার উপর নতুন করে এত কর্মী সংক্রমিতের কারণে উদ্বেগ বেড়েছে।

৪০২ জনের মধ্যে লোকসভার দুইশ, রাজ্যসভার ৬৯ জনের কোভিড পজিটিভ। সংসদ ভবনের মধ্যে যারা কাজ করেন, তাদের মধ্যেই ৪০২ জন সংক্রমিত।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবারের প্রকাশিত রিপোর্টে জানা গেছে, শনিবারের তুলনায় ভারতে আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি। ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন। সূত্র: এনডিটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com