প্রথমবারের মতো ইরান সফরে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা করতে প্রথমবারের মতো ইরান সফর করছেন।
শনিবার (৮ জানুয়ারি) এএফপির এক প্রতিবেদনে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তেহরান পৌঁছেছেন বলে জানানো হয়।
আফগানিস্তান এবং ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ট্রানজিট এবং শরণার্থী ইস্যুতে আলোচনা করতে এই সফর বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে আফগানিস্তানের প্রায় ৯০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে।
১০ লাখের বেশি আফগান শরণার্থী রয়েছে ইরানে। ভবিষ্যতে আরও শরণার্থীদের আশ্রয় দিতে হবে এমন শঙ্কা থেকেই ইরান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছে।
অন্যান্য দেশের মতো ইরান এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। চলতি সপ্তাহের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছিলেন, ইরান এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে না।