মহড়ার পর হুমকি-ধমকি বন্ধ করেছে ইসরায়েল: ইরান

0

সামরিক মহড়ায় ইরানের শক্তিমত্তা দেশে ইসরায়েল তার ইরানবিরোধী হুমকি-ধমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

এই বাহিনীর মুখপাত্র রামেজান শারিফ আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি দক্ষিণ ইরানে সামরিক মহড়া চালানোর আগে ইসরায়েলিরা তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগাড়ম্বর করে আসছিল।

ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর উপকূলে গতমাসের শেষদিকে পাঁচদিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া চালায় ইরান। মহড়ায় বেশ কিছু স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।এ সময় ইরানি সেনা কর্মকর্তারা তাদের দেশের বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে বিরত থাকার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান।

ওই সামরিক মহড়ার আগে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক হম্বিতম্বি করেন। বিশেষ করে তারা ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনার বিরোধিতা করে বক্তব্য দেন। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইআরজিসির মুখপাত্র জেনারেল শারিফ ওই হুমকিকে ‘শূন্যগর্ভ বাগাড়ম্বর’ বলে নাকচ করে দেন। তিনি বলেন, খোদ ইসরায়েলি সেনা কর্মকর্তারাই স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর শক্তি তেল আবিবের নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com