হিজবুল্লাহকে আরব বিশ্বের জন্য হুমকি মনে করে সৌদি আরব
লেবাননে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের অভিযোগ, আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য হিজবুল্লাহ হুমকি স্বরূপ। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
লেবাননে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি দেশটির ওকাজ পত্রিকাকে বলেন, লেবাননের এ সংগঠনটির (হিজবুল্লাহ) কর্মকাণ্ড ও আচরণ আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।
তিনি বলেন, হিজবুল্লাহ তাদের সিদ্ধান্তকে লেবাননের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ও দেশটির সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা লেবাননের শান্তি ও নিরাপত্তাকে ব্যাহত করছে।
ওয়ালিদ বুখারি জোর দিয়ে বলেন, লেবাননের রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর হিজবুল্লাহ আধিপত্যকে বন্ধ করতে হবে। তাদেরকে অস্ত্র হাতে তুলে নেয়া থেকে বিরত রাখতে হবে। কারণ, তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না মেনে এসব অস্ত্র ব্যবহার করছে। তারা লেবাননের বাইরে (অন্য আরব দেশগুলোতে) হস্তক্ষেপ করছে।
সৌদি রাষ্ট্রদূতের এমন বক্তব্যের আগে হিজবুল্লাহ প্রধান বলেছিলেন, সৌদি আরব উগ্রবাদী চিন্তা-ভাবনার বিস্তার ঘটাচ্ছে।
সূত্র : ইয়েনি শাফাক