কাজাখস্তান ইস্যুতে রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে আলোচনা তুরস্কের
কাজাখস্তান ইস্যুতে রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছে তুরস্ক। দেশটির বিদ্যমান অস্থিরতা নিয়ে বৃহস্পতিবার রুশ ও আজেরি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে কাজখস্তান পরিস্থিতি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আসন্ন ন্যাটো-রাশিয়া কাউন্সিলের বৈঠক নিয়ে কথা বলেন মেভলুত কাভুসোগলু।
বসনিয়া ও হার্জেগোভিনা এবং ককেশাস অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের।
সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠে কাজাখস্তান। আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করলেও পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি। এমন পরিস্থিতিতে দেশটির প্রতি কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। চলমান বিক্ষোভ দমনে বৃহস্পতিবার দেশটিতে আধাসামরিক বাহিনী পাঠায় রাশিয়া। বিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।