চীনা হুমকি মোকাবিলায় মহড়া তাইওয়ানের
তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমানকে নিবৃত্ত করতে মহড়া শুরু করেছে দেশটির বিমান বাহিনী। বুধবারের এই মহড়ায় তাইওয়ানিজ জেটগুলোকে যুদ্ধাবস্থার অনুশীলন করতে দেখা যায়। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়ার আয়োজন করে তাইপে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এই মাসের শেষের দিকে চান্দ্র নববর্ষের ছুটির আগে তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি দেখাতে তিন দিনের এই মহড়া আয়োজন করা হয়।
সংবেদনশীল তাইওয়ান প্রণালীজুড়ে উত্তেজনা গত কয়েক বছর ধরে বেড়েই চলেছে। অঞ্চলটির আকাশসীমার কাছে বারবার চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে চীনের জন্য নতুন বছরের বার্তায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, সামরিক সংঘাত কোনও সমাধান নয়। এর প্রতিক্রিয়ায় বেইজিং-এর তরফে বলা হয়, সীমা অতিক্রম করলে এটি তাইওয়ানের জন্য গভীর বিপর্যয় ডেকে নিয়ে আসবে।