সরকারবিরোধী আন্দোলনে উত্তাল কাজাখস্তান, রাশিয়ার দ্বারস্থ প্রেসিডেন্ট

0

সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল কাজাখস্তান। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না দেশটির প্রশাসন, গতকাল বুধবার চতুর্থ দিনে গড়ায় কাজাখদের বিক্ষোভ। এই পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চাইলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। খবর আল জাজিরার।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় খুব ভোরে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও জোটের কাছে সাহায্য চাওয়ার কথা জানান। জানা গেছে, কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে মিছিলে গুলিও চালিয়েছে নিরাপত্তা বাহিনী কিন্তু তাতেও রাজপথ ছাড়তে নারাজ তারা। আন্দোলনকারীদের প্রেসিডেন্টের পদত্যাগ চায়।

এর মধ্যে চলমান বিক্ষোভের পরিস্থিতি বেগতিক দেখে বুধবার দেশটির মন্ত্রিসভা বিলোপ করেন প্রেসিডেন্ট তোকায়েভ। এদিকে, রাশিয়ার সহায়তার বিষয়ে এক ফেসবুক পোস্টে সাবেক সোভিয়েতভুক্ত সামরিক জোটের চেয়ারম্যান নিশ্চিত করেন, সীমিত সময়ের জন্য কাজাখস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে।

প্রেসিডেন্ট তোকায়েভের দাবি, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নেতৃত্ব দিচ্ছে বিক্ষোভে। এদিকে, কাজাখস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সবপক্ষকে শান্ত থাকার আহ্বানও জানায়। উল্লেখ্য, ২০১৯ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট তোকায়েভ স্বাধীন কাজাখস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com